নাক কান গলার বিশেষ সেবা “Patients Follow up in House” এর জন্য এবার পেলাম GLOBAL STAR AWARD
জুরিবোর্ড কে ধন্যবাদ আমাকে মনোনীত করার জন্য।
এই প্রাপ্তি আমার চলার পথের পাথেয় হয়ে থাকবে।
উল্লেখ্য “Patients Follow up in House” এই আয়োজনের মাধ্যমে আমি রোগীদের বাড়িতে গিয়ে চিকিৎসা ও অপারেশন পরবর্তী ফলো আপ করে থাকি। মূলত যে সমস্ত রোগী আমার অধীনে চিকিৎসা গ্রহন করে এবং আমি যাদের অপারেশন করে থাকি তারা কেমন আছেন জানতে চলে যাই রোগীর বাড়িতে।
সেখানে গিয়ে তাদের সাথে কিছুটা সময় কাটাই। এক সাথে খাওয়াদাওয়া করি। তারপর তাদের চিকিৎসা করে থাকি। এটি আমার একটি ব্যক্তিগত আয়োজন।এই আয়োজনে আমার সাথে থাকে আমার স্ত্রী,ছেলে,মেয়ে।
রোগীদের প্রতি অকৃত্রিম ভালবাসা থেকেই আমি গত ১ বছর ধরে এই কাজটি করছি।
বিশেষ এই কাজটির জন্য ইতিমধ্যে Nepal international Excelence Award 2024 পুরস্কারে ভূষিত হয়েছি।
এবার পেলাম Global Star Award.
আপনারা আমার জন্য আশীর্বাদ করবেন যাতে আমি সুস্থ থেকে এই কাজটি ভবিষ্যতে চালিয়ে নিতে পারি।




