শ্রীলঙ্কা এবং নেপাল ভ্রমন 2024

srilanka nepal visit

৭ দিন শ্রীলঙ্কা, নেপাল ভ্রমন শেষে নিরাপদে পৌছালাম প্রিয় বাংলাদেশে।

আগামীকাল থেকে যথারীতি ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটাল লিমিটেড আমি রোগী দেখবো।

গুরুত্বপূর্ণ তিনটি অর্জন নিয়ে ফিরলাম আপনাদের মাঝে:

১. প্রথম বাংলাদেশী চিকিৎসক হিসেবে “Patients follow up in House” এর জন্য Nepal International Excellence Award 2024 অর্জন।

২. নাকডাকা ,ঘুমের মধ্যে শ্বাস কষ্টের সমস্যা (OSA), মাথা ঘোরানো(Vertigo) র ওপর ফেলোশিপ ট্রেনিং সার্টিফিকেট অর্জন।

৩. ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটাল লিমিটেডে আন্তর্জাতিক মানের বিশেষায়িত চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে নেপালের Frontline Hospital এবং Malleus ENT Specialized Hospital এর মধ্যে দ্বিপাক্ষিক এ্যাফিলিয়েশন সম্পন্ন করা।

সবাই আমার জন্য আশীর্বাদ করবেন।

Similar Posts

  • ছবিটির একটি গল্প আছে ……

    হারিয়ে যাওয়া সেই স্মৃতি সাদাকালো যুগের ছবি হয়ে ঝাপসা হয়ে এখনো আছে পুরোনো বইয়ের পাতার মাঝে … এত এত রঙিন ছবির ভীড়ে এই ছবিটাকেই কেন জানি আমার ভীষণ ভাললাগছে …. ১৯৯৩ সাল; ৫ম শ্রেনীতে পড়ি,…

  • ঘি কেন খাবেন?

    আজ আমার চেম্বারে আকস্মিক ভাবে উপহার হিসেবে পেলাম এক বোয়াম খাঁটি ঘি। প্রদান করলেন একজন সম্ভাবনাময় অভিনেত্রী আখি চৌধুরী। আঁখি ভীষন ভালবাসে তার ছোট ভাইকে, তাইতো ভাইয়ের দীর্ঘদিনের নাকের হাড়বাঁকা, মাংস বৃদ্ধি ও সাইনুসাইটিসের সমস্যা…

  • GLOBAL STAR AWARD 2025

    নাক কান গলার বিশেষ সেবা “Patients Follow up in House” এর জন্য এবার পেলাম GLOBAL STAR AWARD জুরিবোর্ড কে ধন্যবাদ আমাকে মনোনীত করার জন্য। এই প্রাপ্তি আমার চলার পথের পাথেয় হয়ে থাকবে। উল্লেখ্য “Patients Follow…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *