Patient Follow-up in House

রোগ ব্যাধির কাছে মানুষ বড় অসহায়। আর এই অসহায় মুহূর্তে আমরা শরনাপন্ন হই একজন চিকিৎসকের। একজন চিকিৎসকের সু চিকিৎসা ও আন্তরিক সেবায় একজন রোগী ফিরে পেতে পারে একটি নতুন জীবন। রোগী এবং চিকিৎসকের মধ্যে সহজ মেলবন্ধন রোগীর সুস্থতার প্রথম সোপান। আর সেই সোপানে পা রেখে নাক কান গলা রোগের বিশেষায়িত চিকিৎসা সেবা প্রদান করে বাংলাদেশে নাক কান গলা রোগ চিকিৎসার এক আস্থার প্রতীক হয়ে উঠেছেন তরুন প্রতিভাবান নাক কান গলা রোগ বিশেষজ্ঞ ও হেড নেক সার্জন ডাঃ বাসুদেব কুমার সাহা।

যিনি বর্তামানে কর্মরত আছেন কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকায় ইএনটি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ও বিভাগীয় প্রধান হিসেবে। পাশাপাশি ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটাল লিমিটেডে চীফ কনসালটেন্ট হিসেবে কাজ করছেন। নাক কান গলা রোগের বিশেষায়িত চিকিৎসা সেবাকে প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় পৌঁছে দেওয়ার অভিপ্রায়ে তিনি তৈরি করেছেন এক ব্যতিক্রমী আয়োজন- পেশেন্ট ফলোআপ ইন হাউজ। এই আয়োজনের মাধ্যমে জটিল রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা ও অপারেশন পরবর্তী ফলো আপ করার জন্য তিনি সরাসরি ছুটে যান রোগীদের বাড়িতে বাড়িতে।

প্রতি শুক্রবার ও ছুটির দিন গুলোতে তার পুরো পরিবার নিয়ে হাজির হয়ে যান তার অধীনে চিকিৎসা রত রোগীদের বাড়িতে। ভালবাসার উপহার তুলে দেন তাদের হাতে। তার পর এক সাথে খাওয়াদা দাওয়া করেন। খাওয়া দাওয়া শেষে ঘরে, উঠানে, বাসার ছাদে, পুকুর পাড়ে; যেখানেই সুযোগ পান সেখানে বসেই পরম মমতায় চিকিৎসা প্রদান করেন রোগীদের। তাদের সাথে ঘুরতে ঘুরতে গল্প করতে করতে মজার ছলেই নাক কান গলা রোগের বিভিন্ন বিষয় নিয়ে স্বাস্থ্য সচেতনতা মূলক পরামর্শ প্রদান করেন। দেখে মনে হয় তিনি রোগীর পরম আত্মীয় বহু বছরের পরিচিত। বিষয়টি সত্যিই হৃদয়ে দাগ লাগার মত।

বাড়িতে বাড়িতে গিয়ে সম্পূর্ণ বিনা মূল্যে রোগীদের চিকিৎসা ও ফলোআপ করার বিষটি বাংলাদেশে এক অনন্য দৃষ্টান্ত। আর তাইতো তার এই ভালবাসার আযোজনটি স্যোশাল মিডিয়ার কল্যানে বাংলাদেশের সীমানা পেড়িয়ে ছড়িয়ে পড়েছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে। বিভিন্ন দেশের নাগরিক তার কাছ থেকে চিকিৎসা নেওয়ার জন্য বাংলাদেশে আসছেন। এটি বাংলাদেশের চিকিৎসা অঙ্গনের এক বৈপ্লবিক পরিবর্তন। ভুল এবং অপচিকিৎসার বেড়াজাল থেকে সাধারণ জনগনকে সচেতন করার লক্ষ্যে ডাঃ বাসুদেব নিয়মতি স্বাস্থ্য সচেতনতা বিষয়ক ভিডিও কন্টেন্ট তৈরি করছেন পাশাপাশি বিভিন্ন টেলিভিশন চ্যানেলের হেলথ শো তে অংশ নিয়ে স্বাস্থ্য পরামর্শ প্রদান করছেন। পেশেন্ট ফলোআপ ইন হাউজ আয়োজনের জন্য তিনি নেপাল এক্সিলেন্সি এ্যাওয়ার্ড পুরস্কারে ভূষিত হয়েছেন।